হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপি নির্বাচনে না এসে সহিংসতা করছে, তবে কিছুই করতে পারবে না: ইসি আলমগীর

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপি নির্বাচনে না এসে সহিংসতা করছে, তবে তারা কিছুই করতে পারবে না। সহিংসতাকারী অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

আজ মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। 

মোহাম্মদ আলমগীর বলেন, ‘সব দলকে নির্বাচনে আশার অনুরোধ জানানোর পরেও বিএনপি না এসে সহিংসতা করছে। তবে তারা কিছুই করতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সহিংসতাকারী অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক তা অন্যান্য দেশও চায়। আমরাও নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছি, তা ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন। নির্বাচন অবাধ করার লক্ষ্যে বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। এর পিরপ্রেক্ষিতেই বদলি কার্যক্রম শুরু হয়েছে।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।’ 

ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। সব প্রার্থীকে সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী হয়রানির আশঙ্কা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে