হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া তাঁদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এবং মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মো. আরমান মামলার সাক্ষ্য চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত ব্যক্তির স্ত্রী হাফিজা খাতুন (৪২) ও তাঁর প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)।

আদালত ও মামলার নথির বরাত দিয়ে সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার দুবাইপ্রবাসী হেলাল উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়। হাফিজা খাতুন তাঁর প্রবাসফেরত স্বামীকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা। এরপর মাসুম ও তাঁর এক সহযোগী বাড়িতে গিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। পরে এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।

এ ঘটনায় নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, তাঁর প্রেমিক আবদুল্লাহ আল মাসুম ও মো. আরমান নামের তিনজনের নামে আদালতে চার্জশিট দেয়।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাজেদুর রহমান এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার