ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় রিতা আকতার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এতিমখানা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিতা আকতার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের ক্লাবের বাজার এলাকার মৃত ওমেজ উদ্দিনের স্ত্রী। তিনি ভরাডোবা বাসস্ট্যান্ডে একটি হোটেলে কাজ করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দেন রিতা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এতিমখানা মাদ্রাসার সামনে এলে ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. আলী হোসেন জানান, সকালে অজ্ঞাত গাড়িচাপায় রিতার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।