হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া, বিস্ফোরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।

বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।

এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’

বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা