হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ভাতিজার হাতে চাচা খুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

হত্যাকাণ্ডের স্থান। ছবি: আজকের পত্রিকা

নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কালীগঞ্জ রেলসেতু সংলগ্ন শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার পুত্র নিহত দেলোয়ার হোসেন দিলুর সাথে তাঁর আপন চাচাতো ভাই হামিদুল হকের পুত্র এনামুল হকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন পূর্বে ভাতিজা এনামূল হক জোরপূর্বক গাছে কেটে নেওয়াতে প্রশাসনের নিকট অভিযোগ দিয়েছিলেন চাচা দেলোয়ার হোসেন দিলু। এতে ভাতিজা এনামূল হক ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দেশীয় অস্ত্র দা দিয়ে চাচা দেলোয়ার হোসেন দিলুকে কুপিয়ে আহত করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী রুমা আক্তারকেও কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহত দেলোয়ার হোসেন দিলু ও রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে দেলোয়ার হোসেন দিলুর মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক এনামুল হককে আটক করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে