হোম > সারা দেশ > ময়মনসিংহ

মহাসড়কের অবৈধ বাজার উচ্ছেদ, নিয়মিত নজরদারির ঘোষণা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ ফল ও কাঁচাবাজার আজ শনিবার দুপুরে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ দিন দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বসা ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।

তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকজনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘এই বাজার বহুবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বসে পড়ে। এবার নিয়মিত নজরদারি চালানো হবে। প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচলের স্বার্থে কোনো অবস্থাতেই বাজার বসতে দেওয়া হবে না। প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, মহাসড়কের ওপর গড়ে ওঠা এই বাজার দীর্ঘদিন ধরে যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারটির আড়ালে একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয় ছিল।

এ নিয়ে আজ দৈনিক আজকের পত্রিকায় ‘সড়কে বাজার, নেপথ্যে ‘‘চাঁদাবাজ সিন্ডিকেট” শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই এই অভিযান চালায় প্রশাসন। এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তবে তাঁরা বলেছেন, এই অভিযান যেন নিয়মিতভাবে পরিচালিত হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে