হোম > সারা দেশ > ময়মনসিংহ

যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যুবক, টিনের চাল কেটে লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর একটি বাড়ির টিনের চাল কেটে এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আকুয়া হাবুল বেপারী মোড়সংলগ্ন ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল হাসান বাপ্পী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড় কালিয়ান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি স্নাতক পাস করেছেন। দুই-তিন মাসের মধ্যে তাঁর যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

তাঁর বড় ভাই মিজানুর রহমান ওই বাসার নিচতলায় ভাড়া থাকলেও মাহমুদ হাসান বাপ্পী পাঁচতলার ছাদে টিনশেড রুমে বাস করতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক মুন্না। তিনি মিজানুর রহমানের বরাতে জানান, গত দুদিন যাবৎ বাপ্পীকে কারও সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করতে দেখা যায়নি। ভাইকে ফোনে না পেয়ে ছাদে গিয়ে খোঁজাখুঁজি করেন। এ সময় তিনি ওই রুম থেকে দুর্গন্ধ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টিনের চাল কেটে মাহমুদ হাসান বাপ্পীর মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পরিদর্শক জহিরুল হক মুন্না বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মাহমুদ হাসান বাপ্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার