হোম > সারা দেশ > ময়মনসিংহ

যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যুবক, টিনের চাল কেটে লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর একটি বাড়ির টিনের চাল কেটে এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আকুয়া হাবুল বেপারী মোড়সংলগ্ন ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল হাসান বাপ্পী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড় কালিয়ান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি স্নাতক পাস করেছেন। দুই-তিন মাসের মধ্যে তাঁর যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

তাঁর বড় ভাই মিজানুর রহমান ওই বাসার নিচতলায় ভাড়া থাকলেও মাহমুদ হাসান বাপ্পী পাঁচতলার ছাদে টিনশেড রুমে বাস করতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক মুন্না। তিনি মিজানুর রহমানের বরাতে জানান, গত দুদিন যাবৎ বাপ্পীকে কারও সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করতে দেখা যায়নি। ভাইকে ফোনে না পেয়ে ছাদে গিয়ে খোঁজাখুঁজি করেন। এ সময় তিনি ওই রুম থেকে দুর্গন্ধ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টিনের চাল কেটে মাহমুদ হাসান বাপ্পীর মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পরিদর্শক জহিরুল হক মুন্না বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মাহমুদ হাসান বাপ্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে