হোম > সারা দেশ > ময়মনসিংহ

বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির আক্রমণে শরিফ উদ্দিন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শরিফ দাওধারা গ্রামের আবদুল করিমের ছেলে। আবদুল কারিম উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। 

বন বিভাগ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, দাওধারা-কাটাবাড়ি গ্রামের পাহাড়ি এলাকায় আজ সকাল থেকে ২০-৩০টি হাতি অবস্থান করছিল। উৎসুক মানুষ হাতির কাছাকাছি অবস্থান করছিল। বিকেলে শরিফ কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে ঢিল ছোড়েন। এ সময় একটি হাতি দৌড়ে শরিফকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। পায়ে পিষ্ট করে শরিফকে মেরে ফেলে। পরে সন্ধ্যায় এলাকাবাসী একত্র হয়ে হাতির দলটিকে পাহাড়ে ফিরিয়ে শরিফের মরদেহ উদ্ধার করেন। 

এ বিষয়ে ময়মনসিংহের বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার রফিকুল ইসলাম বলেন, বন্য হাতির একটি দল দাওধারা-কাটাবাড়িতে অবস্থান করছিল। বিকেলে হাতি তাড়াতে গিয়ে শরিফ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা