শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির আক্রমণে শরিফ উদ্দিন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফ দাওধারা গ্রামের আবদুল করিমের ছেলে। আবদুল কারিম উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
বন বিভাগ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, দাওধারা-কাটাবাড়ি গ্রামের পাহাড়ি এলাকায় আজ সকাল থেকে ২০-৩০টি হাতি অবস্থান করছিল। উৎসুক মানুষ হাতির কাছাকাছি অবস্থান করছিল। বিকেলে শরিফ কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে ঢিল ছোড়েন। এ সময় একটি হাতি দৌড়ে শরিফকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। পায়ে পিষ্ট করে শরিফকে মেরে ফেলে। পরে সন্ধ্যায় এলাকাবাসী একত্র হয়ে হাতির দলটিকে পাহাড়ে ফিরিয়ে শরিফের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ময়মনসিংহের বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার রফিকুল ইসলাম বলেন, বন্য হাতির একটি দল দাওধারা-কাটাবাড়িতে অবস্থান করছিল। বিকেলে হাতি তাড়াতে গিয়ে শরিফ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।