হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাকরির প্রলোভনে প্রতারণা, নারীসহ কথিত এমপি আটক

প্রতিনিধি

ময়মনসিংহ: সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪ লাখ ৩৩ হাজার টাকার ৮টি চেক উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত ৮টায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক দুজন হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের মৃত ডা. মাহতাব উদ্দিন আহাম্মদের ছেলে জহির উদ্দিন বাবুল (৫৫) এবং তাঁর সহযোগী নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুল শহিদ খান পাঠানের মেয়ে গুলশান আরা খানম লাভলী (৪৫)। তিনি ময়মনসিংহ নগরীর সেনবাড়ি এলাকায় বসবাস করতেন।

এর আগে গত বুধবার সকালে ঢাকার ফকিরাপুল থেকে জহির উদ্দিন বাবুল ও ময়মনসিংহের সেনবাড়ি এলাকা থেকে গুলশান আরাকে আটক করে ডিবি পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, জহির উদ্দিন নিজেকে এমপি পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এ কাজে তাঁকে সহায়তা করতেন গুলশান আরা। এমন অভিযোগের ভিত্তিতে ফকিরাপুল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর সেনবাড়ি এলাকা থেকে তাঁর সহযোগী গুলশান আরাকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে প্রতারক গুলশান আরা কথিত এমপি জহির উদ্দিন বাবুলের হয়ে চাকরি দেওয়ার নামে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। তিনি সহজ-সরল মানুষের ছেলেমেয়েদের চাকরি দেওয়ার কথা বলে কথিত ওই এমপির সঙ্গে কথা বলিয়ে দিতেন।

প্রতারণার শিকার ময়মনসিংহ নগরীর আফরোজা আক্তার ডালিয়া নামের এক নারী বলেন, `গুলশান আরার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। তার বাসায় যাতায়াত ছিল। সে বলেছিল সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম তার খালাতো ভাই। তাই আমার ভাশুরের ছেলে ও মেয়েকে চাকরি পাইয়ে দিতে ১৭ লাখ টাকার চুক্তি করি এবং ৬ লাখ টাকা নগদ দিই। বাকি টাকার পাঁচটি চেক দিই। পরে সময়ক্ষেপণ হলেও তারা চাকরি দিতে পারেনি। এতে চাপ প্রয়োগ করলে উল্টো গুলশান আরা চেকে ২০ টাকা বসিয়ে ডিজঅনার করে আমাদের উকিল নোটিশ পাঠায়। এই প্রতারকদের কঠিন শাস্তি হোক যাতে আর কোনো মানুষের ক্ষতি না করতে পারে।'

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, তাঁরা মূলত নারীদের টার্গেট করে প্রতারণা করতেন। চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের দুর্বল করতেন। প্রতারক বাবুল আমাদের কাছে এমপি পরিচয়ে ফোন দিয়ে তদবির করেন। এতে সন্দেহ হয়। পরে আমরা বিষয়টি অনুসন্ধান করি। অনুসন্ধানে জানতে পারি, এমপি পরিচয় দানকারী আসলে ভুয়া। এরপর তাঁকে ঢাকা থেকে আটক করে নিয়ে আসি।' প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণা কথা স্বীকার করেছেন।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা