হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি আশিকুর রহমানের ওপর ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানকে সভাপতি এবং সহকারী প্রক্টর ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ সাকিলকে সদস্যসচিব করে ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হলের প্রভোস্ট ও একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান।

তবে তদন্ত কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এমন কোনো নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

এ বিষয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ বলেন, ‘সাংবাদিক মারধরের ঘটনায় গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকালকেই কমিটির সদস্যদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। তাঁদের তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তটি সময় সাপেক্ষ হতে পারে এই বিবেচনায় নির্ধারিত সময় দেওয়া হয়নি। কমিটির সদস্যরা তদন্ত শুরু করলে হয়ত জানাতে পারবেন যে কত দিন সময় লাগতে পারে।’

তদন্ত কমিটির সভাপতি ড. মনিরুজ্জামান বলেন, ‘আজকে (মঙ্গলবার) আমি চিঠি হাতে পেয়েছি। চিঠির ভেতরে কোনো নির্ধারিত দিন কিংবা পূর্ণাঙ্গ ঘটনা উল্লেখ করা হয়নি, শুধু শিরোনাম দেওয়া হয়েছে। তদন্ত কমিটিতে আরও দুজন রয়েছেন। তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে, এ বিষয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করব।’

উল্লেখ্য, গত ২১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ের সজিব হোটেলে খাবার খেতে গেলে কৃষি অনুষদীয় ছাত্রলীগের সভাপতি শাহীনুর রেজা এবং পশুপালন অনুষদীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবের অতর্কিত হামলার শিকার হন সাংবাদিক আশিকুর রহমান। ঘটনার বিচার চেয়ে ২১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার