হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় শফিকুর রহমান শফিক (২৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত আতিক ছোবহান (৩৫) নামের এক ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

নিহত শফিকুর রহমান শফিক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামের মতিউর রহমানের পুত্র। অপর নিহত আতিক ছোবহান একই উপজেলার নয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে দুজন ঘুরতে বের হন। নান্দাইল উপজেলার চামটা নামক স্থানে আসার পর মোটরসাইকেলটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শফিকুর রহমান শফিক নামের একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আতিক ছোবহানকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেলের দুই আরোহী দ্রুতগতির একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং অপরজন মমেক হাসপাতালে মারা যান। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে