হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ইঞ্জিনচালিত মালবাহী ট্রলি ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ইজিবাইকের যাত্রী রোকেয়া বেগম (৩২), তাঁর স্বামী কাঞ্চন মিয়া (৪০), আবুল কাশেম (৩৫) ও ট্রলিটির চালক সোহেল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে বারোটার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ধুপিচান্দালি এলাকায় বেপরোয়া গতির ইঞ্জিনচালিত একটি মালবাহী ট্রলির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রোকেয়া, কাঞ্চন ও কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার