হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ইঞ্জিনচালিত মালবাহী ট্রলি ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ইজিবাইকের যাত্রী রোকেয়া বেগম (৩২), তাঁর স্বামী কাঞ্চন মিয়া (৪০), আবুল কাশেম (৩৫) ও ট্রলিটির চালক সোহেল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে বারোটার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ধুপিচান্দালি এলাকায় বেপরোয়া গতির ইঞ্জিনচালিত একটি মালবাহী ট্রলির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রোকেয়া, কাঞ্চন ও কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে