হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ইঞ্জিনচালিত মালবাহী ট্রলি ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-ইজিবাইকের যাত্রী রোকেয়া বেগম (৩২), তাঁর স্বামী কাঞ্চন মিয়া (৪০), আবুল কাশেম (৩৫) ও ট্রলিটির চালক সোহেল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে বারোটার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ধুপিচান্দালি এলাকায় বেপরোয়া গতির ইঞ্জিনচালিত একটি মালবাহী ট্রলির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত রোকেয়া, কাঞ্চন ও কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু