হোম > সারা দেশ > নেত্রকোণা

দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, পাঁচজন আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটার আঘাতে সজীব (১০) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের আশিক মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তার মধ্যে আহত সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মদন থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম ফতেপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে চান মিয়া, আ. খালেক মিয়ার ছেলে আনছু মিয়া, চানপর মিয়ার ছেলে মল্লিক, দেওসহিলা গ্রামের হাসেম মিয়ার ছেলে ওয়াকিব ও শামছুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডোবায় একই গ্রামের আনছু মিয়া তাঁর লোকজন নিয়ে জোরপূর্বক মাছ ধরতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। এ সময় টেঁটার আঘাতে সজীব নিহত হয়।

এ বিষয়ে মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল