নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাদ্দাম হোসেনের বাবার নাম আব্দুর রহিম।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাদ্দাম হোসেন বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।