হোম > সারা দেশ > নেত্রকোণা

খেলা দেখতে গেলেন মালিক, চোর নিয়ে গেল গরু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে গরু চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার কেশজানি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী এলাকার দষাশি গ্রামে একটি জঙ্গল থেকে পাঁচটি গরু উদ্ধার করে। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার জয়পাশা গ্রামের চাঁন মিয়ার ছেলে জোসেফ মিয়া (৩৫) ও কেশজানি গ্রামের লালচান মিয়ার ছেলে মাসুদ রানা (৩০)। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কেশজানি গ্রামের লুৎফর রহমান ২৩ নভেম্বর রাতে গোয়াল ঘর তালাবদ্ধ করে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যান পাশের দোকানে। পরে খেলা দেখে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু না পেয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই দুই চোরকে গ্রেপ্তার করে তাঁদের দেওয়া তথ্যে পাঁচটি গরু উদ্ধার করে পুলিশ। 

মদন থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম জানান, জোসেফ ও মাসুদকে গ্রেপ্তার করে তাঁদের দেওয়া তথ্যে গরুগুলো উদ্ধার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে