নান্দাইলে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল কদ্দুস (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চামটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কদ্দুস উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আতকাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, আব্দুল কদ্দুস চামটা বাজারে পাওয়ার টিলারের (ট্রাক্টর) তেল কিনতে যান। পরে রাস্তা পার হওয়ার সময় নান্দাইল থেকে আসা ময়মনসিংহগামী (ঢাকা মেট্রো চ-১৬১৭৬০) মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছেন।