গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাঁদের করোনা ইউনিটে মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন, টাঙ্গাইল ও গাজীপুরের দুজন রয়েছেন। মৃত চারজনই পুরুষ।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনায় ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে আটজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে বাড়ি গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৯টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৭৯ জন।