হোম > সারা দেশ > ময়মনসিংহ

মানসিক ভারসাম্যহীন যুবক কোপালেন ৬ জনকে, ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঘরের জানালা ভেঙে বের হয়ে ময়মনসিংহের ভালুকায় মানসিক ভারসাম্যহীন যুবকের কোদালের কোপে এক বীর মুক্তিযোদ্ধা ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক মুক্তিযোদ্ধাসহ চারজন।

আহত ব্যক্তিদের দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন সাইদুলকে (৪০) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাতলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী হাফেজা আক্তার (৫২), মৃত সলিম উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আশারাফ আলী আশু (৭০)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আব্দুস সামাদ (৩০), সাকিম (৩৫), বীর মুক্তিযোদ্ধা আলী শিকদার (৭৫) ও জেবুননাহার (৫০)।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সাইদুল মানসিক রোগী। সাইদুলকে ঘরে আটকে রেখেছিলেন তাঁর ভাই। ঘটনার সময় তিনি ঘরের জানালা ভেঙে বের হন। বের হয়ে দুজনকে কুপিয়ে হত্যা ও চারজনকে আহত করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আজ বিকেলের দিকে হাফেজা আক্তার মানসিক ভারসাম্যহীন সাইদুলের বাড়ির পাশে ঘাস কাটতে যান। এ সময় হাফেজা আক্তারের হাতের কাঁচি কেড়ে নিয়ে তাঁকে গলা ও বুকে আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করেন সাইদুল।

এর কিছুক্ষণ পর সাইদুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আশরাফ আলী আশুকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময় সাইদুল একই এলাকার আব্দুস সামাদ, সাকিম, মুক্তিযোদ্ধা আলী শিকদার ও জেবুননাহারকে কুপিয়ে আহত করেন। আহত চারজনের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সাইদুল গত কয়েক দিন ধরে মানসিক রোগীর আচরণ করছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সাইদুলকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ