শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঢাকা বাংলা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে পৌর শহরের উত্তর বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র হলেন রবিন মিয়া। তিনি গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে। রবিন বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রবিন মিয়া (২২) ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিন মিয়া নিহত হন।