নান্দাইলে ডিজেল চালিত টমটম উল্টে মো. ইমরান (২৬) একজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ-হোসেনপুর রোডের চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমরান টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার দুপুরের দিকে টমটম গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে টমটম গাড়ির নিচে চাপা পড়ে ইমরান মিয়া। আশপাশের লোকজন দৌড়ে এসে টমটমের নিচ থেকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঞা মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের টমটম উল্টে নিজেই টমটমের নিচে পড়ে চাপায় মৃত্যু হয়েছে। লোকটি দরিদ্র মানুষ টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নান্দাইল মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, দুর্ঘটনার খবর শুনেছি। দুর্ঘটনা স্থলে এসআই মো. আসাদুজ্জামানকে পাঠানো হয়েছে।