হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পিপির অপসারণ চেয়ে ৫০ আইনজীবীর আবেদন

জামালপুর প্রতিনিধি 

জামালপুর আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলন করেন আইনজীবীরা। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতির অভিযোগে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আদালত প্রাঙ্গণ। তাঁর অপসারণের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাঁর সঙ্গেই নিয়োগ পাওয়া পিপি, এপিপিসহ ৫০ জন আইনজীবী। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, এই পিপি আনিসুজ্জামানের সঙ্গে তাঁরা আর কাজ করবেন না।

বিএনপি-সমর্থিত এই পিপিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সরিয়ে দিতে কেন্দ্রীয় কমিটিতেও অভিযোগ জানানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করে জেলা দায়রা ও চিফ জুডিশিয়াল আদালতের আইনজীবীরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের জিপি এস এম তৌফিকুল ইসলাম বাদশা।

বাদশা বলেন, ‘আনিসুজ্জামান পিপি নিয়োগ পাওয়ার পর থেকে দুর্নীতি ও বিভিন্ন জায়গায় পদের অপব্যবহার করে আসছে। সম্প্রতি বকশীগঞ্জ থানার ওসির সঙ্গে মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে তার কথোপকথন ভাইরাল হয়। যেখানে আইনজীবীদের মান ক্ষুণ্ন হয়। গত ১৩ নভেম্বর পিপি হিসেবে যোগদানের পর থেকে আনিসুজ্জামানের বিরুদ্ধে স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করার প্রমাণ পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা নেওয়া এবং না নেওয়ার সুপারিশের অভিযোগ রয়েছে, যা পিপি পদে থেকে সম্পূর্ণ বেমানান।

তা ছাড়া পিপি আনিসুজ্জামানের আচার-আচরণ, কথাবার্তা আপত্তিকর। তিনি প্রায়ই সিনিয়র আইনজীবীদের সম্পর্কে বিরূপ ও অসৌজন্যমূলক মন্তব্য করেন। সহকারী পাবলিক প্রসিকিউটরদের তুচ্ছতাচ্ছিল্য করেন। এসব কারণে আনিসুজ্জামান পিপি পদে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। বিধায় তাকে এই পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ