ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৬ শ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে মাত্র ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, আরও ১৩০০ কোটি টাকার কাজ হবে। এ কাজগুলো শেষ হলে দ্রুতই শহরের চেহারা পাল্টে যাবে।’
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ ল্যাবরেটরি স্কুলে নির্মিত অভিভাবক ছাউনি ও শহীদ মিনারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মো. ইকরামুল হক টিটু বলেন, ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ-রাস্তাকে প্রশস্ত করা, চলাচলকে নির্বিঘ্ন করা। করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে উন্নয়ন এবং স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়েছে। এরপরও আমরা থেমে ছিলাম না। করোনার বিপর্যয়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। উন্নয়নকে গতিশীল রাখার চেষ্টা করে গেছি।’
মেয়র আরও বলেন, ‘শিশুদের উন্নত বিকাশের জন্য ৪০ একর জায়গা বিস্তৃত একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা যায়। আধুনিক সুবিধা সংবলিত এ পার্ক শিশুর শরীর ও মনের বিকাশে ভূমিকা রাখবে।’
এ সময় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।