হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিষিদ্ধ জালে অজগর, মধুটিলা ইকোপার্কে অবমুক্ত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

জালে আটকা পড়া অজগর। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে মাছ ধরার নিষিদ্ধ (চায়না দুয়ারি) জালে ধরা পড়েছে একটি অজগর সাপের বাচ্চা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভটপুর গ্রামে সাপটি ধরা পড়ে। পরে সন্ধ্যায় সাপটিকে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভটপুর গ্রামের আশকর আলী নামের এক কৃষক মাছ ধরার জন্য সরকারিভাবে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বা ট্রেন জাল ধানখেতে পেতে রাখেন। পরে বৃহস্পতিবার দুপুরে ওই জাল ওঠাতে গেলে ভিতরে একটি অজগরের বাচ্চা আটকে থাকতে দেখেন। পরে তিনি সাপটিকে জালসহ ডাঙ্গায় উঠিয়ে আনেন।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। পরে সন্ধ্যায় অজগরটিকে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাপটি উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৪ কেজি, লম্বায় ৫ ফুট।

গত ১৭ সেপ্টেম্বর এর চেয়ে বড় একটি অজগর উপজেলার হাতিপাগার গ্রামের একটি মরিচ খেত থেকে উদ্ধার করে একই বনে অবমুক্ত করা হয়।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার