নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যান সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে উল্টে যায় এবং কাভার্ডভ্যানের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যান চালকসহ ২০ জন বাসযাত্রী আহত হন। তবে বাসচালক পালিয়ে যায়।