ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত, পলাতক ও অন্যান্য মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গতকাল বুধবার বিকেলে কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন, সুরুজ মিয়া, ওয়ায়েস কুরুনী। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পলাতক, সাজাপ্রাপ্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।