হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে সিলিন্ডার বিস্ফোরণ বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরে আগুন লেগেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজ, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান। 

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, গড়পাড়া এলাকার সঞ্জিত বসাক তাঁর স্ত্রী সুমা বসাক তাঁর সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে থাকতেন। গতকাল রোববার রাতে রান্না শেষে ভুলবশত সুমা বসাক গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই এভাবেই রেখে দেন। 

আজ সকালে রান্না করতে গিয়ে চুলার গ্যাস চালু দেখতে পেয়ে বন্ধ করে পুনরায় চালু করে দেশলাই দিতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হয় সুমা বসাক। বের হওয়া মাত্রই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। তবে এ সময় বৃদ্ধ মা এবং তাঁর সন্তান ঘরে ছিল না। 

প্রতিবেশীরা হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলে ঘরে থাকা প্রয়োজনীয় সরঞ্জাম, আসবাবপত্র, ফ্রিজ, টিভি পুড়ে ছাই যায়। এতে প্রায় পাঁচ লাখটাকার ক্ষতি হয়েছে। 

সঞ্জিত বসাক বলেন, ‘ভুলবশত চুলার গ্যাসের সুইচ অন ছিল। চুলা জ্বালাতেই ঘরে আগুন জ্বলে ওঠে। আমার স্ত্রী আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হলেই সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমার পরিবারের অন্য কেউ ঘরে না থাকায় বেঁচে যায়। আমার অনেক ক্ষতি হয়ে গেলে। সব পুড়ে ছাই হয়ে গেলে।’ 

হালুয়াঘাট ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০