গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রায়হান সমবয়সী আরও চার শিশুকে সঙ্গে নিয়ে দুপুর ৩টার দিকে বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে সে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুত্র নদের ওই এলাকা থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘নদের পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।’