হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের দায়িত্ব শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে অধ্যাপক ড. আজহারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। কাল সোমবার থেকে প্রক্টরের কার্যালয়ের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

অধ্যাপক ড. আজহারুল ইসলাম বর্তমানে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রক্টর হওয়ার আগে তিনি সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন তিনি। শিক্ষকতা পেশার শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ‍মুজিব হলের হাউস টিউটরের দায়িত্বে ছিলেন।

ড. আজহারুল ইসলাম ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি জাপানের টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে