হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বন্যার পানিতে গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসলে নেমে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১০) এবং বাবুলের স্ত্রী রোকশানা (২৫)। এ ঘটনায় বেঁচে ফেরে মারিয়া (১২) নামের এক শিশু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচজন ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যেতে থাকে। দূরে থাকা এক কিশোরী তলিয়ে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে লোকজন গিয়ে দেখে মরদেহ পানিতে ভেসে উঠেছে। 

স্থানীয়রা বলছেন, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। মৃতদের একজন দিশা। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। 

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। পাঁচজন একসঙ্গে গোসল করতে নেমেছিল। এর মধ্যে এক শিশু বেঁচে ফিরেছে। 
 
স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী বলেন, ‘দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চারজনের মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ 

প্রাণে বেঁচে ফেরা শিশু মারিয়ার মা বলেন, ‘বিকেলে গোসল করতে গিয়েছিল। হঠাৎ করে আমার মেয়ে কান্না করে বাড়িতে আসে। এসে চিৎকার করে বলছে, চারজন ডুবে গেছে। লোকজন নৌকা নিয়ে দ্রুত গিয়ে দেখে লাশ ভেসে উঠেছে।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা