হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বন্যার পানিতে গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসলে নেমে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১০) এবং বাবুলের স্ত্রী রোকশানা (২৫)। এ ঘটনায় বেঁচে ফেরে মারিয়া (১২) নামের এক শিশু। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচজন ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যেতে থাকে। দূরে থাকা এক কিশোরী তলিয়ে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে লোকজন গিয়ে দেখে মরদেহ পানিতে ভেসে উঠেছে। 

স্থানীয়রা বলছেন, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। মৃতদের একজন দিশা। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। 

মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। পাঁচজন একসঙ্গে গোসল করতে নেমেছিল। এর মধ্যে এক শিশু বেঁচে ফিরেছে। 
 
স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী বলেন, ‘দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চারজনের মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ 

প্রাণে বেঁচে ফেরা শিশু মারিয়ার মা বলেন, ‘বিকেলে গোসল করতে গিয়েছিল। হঠাৎ করে আমার মেয়ে কান্না করে বাড়িতে আসে। এসে চিৎকার করে বলছে, চারজন ডুবে গেছে। লোকজন নৌকা নিয়ে দ্রুত গিয়ে দেখে লাশ ভেসে উঠেছে।’

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার