ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে হুজাইফা নামের দুই মাসের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশুটি ১১ আগস্ট থেকে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিল।
মৃত শিশু হুজাইফা গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের সানজিব গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে।
মোখলেসুর রহমান জানান, শারীরিক জটিলতায় গত ১১ আগস্ট হুজাইফাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। এগারো দিন পর গত রোববার বিকেলে হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি জন্মের দুই মাস পরই করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।