হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে অচল মহাসড়ককে সচল করতে পুলিশের উচ্ছেদ অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মহাসড়কের ওপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে নেমেছে থানা-পুলিশ। আজ শনিবার বিকেল ৪টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। 

এর আগে 'বাজারে অচল মহাসড়ক ' শিরোনামে গত ২৬ অক্টোবর আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ইউএনও মোসাম্মৎ হাফিজা জেসমিন মহাসড়কের ওপর এসব দোকানপাট বসানোর অপরাধে মামলা দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয় এবং মহাসড়কের ওপর থেকে এসব অবৈধ দোকানপাট সরানোর জন্য সব ব্যবসায়ীদের সতর্ক করে দেয়।

এরপর আজ বিকেলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া মহাসড়কের ওপর থেকে এসব দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মহাসড়ক ঘেঁষে  দুপাশের সব দোকানপাট সরিয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে ওসি বলেন, মহাসড়ক ঘেঁষে শাকসবজিসহ ফলমূল নিয়ে বসার কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়। অভিযান পরিচালনা করে এসব দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও ব্যবসায়ীদের মহাসড়ক ঘেঁষে দোকানপাট না বসানোর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার