হোম > সারা দেশ > নেত্রকোণা

গাছের নিচ থেকে তরুণের মরদেহ উদ্ধার, গলায় ছিল রশি পেঁচানো

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে আম গাছের নিচে থেকে গলায় রশি পেঁচানো এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা আত্মহত্যার জন্য গাছে ঝুলে পড়ে একপর্যায়ে রশি ছিঁড়ে নিচে পড়ে যায়।

আজ বুধবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

মৃত সরকার রিদয় (২০) ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। পরিবার ও স্থানীয়রা বলেন, তিনি মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতেন, নিজেও মাদকাসক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে রিদয় ঘরে ছিলেন। আজ বুধবার সকালে বাড়ির পাশে একটি আম গাছের নিচে গলায় রশি পেঁচানো অবস্থায় রিদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। পরিবারের ধারণা মাদক সেবন করায় রিদয় এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই কিশোর নেশার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা