হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে সেনাক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনাবাহিনীর সদস্যদের ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে তাঁকে বহন করা হেলিকপ্টার অবতরণ করে। পরে তিনি সেখানে স্থাপিত সেনাক্যাম্পের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। 

বক্তব্য দেওয়া শেষে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান স্টেডিয়াম মিলনায়তনে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। 

সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাশুহুর রহমান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মো. আবিদ হোসেন, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রমুখ ঊর্ধ্বতন কর্মকর্তা।

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা