হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে দেয়াল ভেঙে গরু চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৫ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় একটি ডেইরি ফার্ম থেকে ১০টি গরু চুরির ঘটনায় মূল হোতাসহ গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ৭টি গরু উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ময়মনসিংহের ভালুকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামের একটি ডেইরি ফার্মের দেয়াল ভেঙে গত সোমবার গভীর রাতে ১০টি গরু নিয়ে যায় আন্তজেলা চোর চক্রের সদস্যরা। ঘটনার পরদিন মঙ্গলবার ভালুকা থানায় মামলা করেন ডেইরি ফার্মটির কেয়ারটেকার আলাউদ্দিন। এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে নান্দাইল থেকে গরুচোর চক্রের মূল হোতা সবুজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে।

চক্রের মূল হোতা সবুজ ট্রাক ভর্তি গরু ডাকাতির আরেক মামলায় জামিনে এসেই দল গঠন করে ডেইরি ফার্মে চুরি করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

ঈদুল আজহাকে সামনে রেখে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ভালুকা এলাকায় চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে