হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে দেয়াল ভেঙে গরু চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৫ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় একটি ডেইরি ফার্ম থেকে ১০টি গরু চুরির ঘটনায় মূল হোতাসহ গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ৭টি গরু উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ময়মনসিংহের ভালুকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামের একটি ডেইরি ফার্মের দেয়াল ভেঙে গত সোমবার গভীর রাতে ১০টি গরু নিয়ে যায় আন্তজেলা চোর চক্রের সদস্যরা। ঘটনার পরদিন মঙ্গলবার ভালুকা থানায় মামলা করেন ডেইরি ফার্মটির কেয়ারটেকার আলাউদ্দিন। এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে নান্দাইল থেকে গরুচোর চক্রের মূল হোতা সবুজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে।

চক্রের মূল হোতা সবুজ ট্রাক ভর্তি গরু ডাকাতির আরেক মামলায় জামিনে এসেই দল গঠন করে ডেইরি ফার্মে চুরি করে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

ঈদুল আজহাকে সামনে রেখে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ভালুকা এলাকায় চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০