হোম > সারা দেশ > ময়মনসিংহ

জেলে থেকেও নাশকতা মামলার আসামি যুবদল নেতা শফিকুল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পারিবারিক এক মামলায় ১৪ দিন কারাগারে ছিলেন নান্দাইলের যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৪)। কারাগারে থাকা অবস্থায় পুলিশের বাদী হয়ে নাশকতা মামলার আসামি করা হয় তাঁকে। এমন ঘটনায় হতবাক শফিকুল ও তাঁর পরিবার।

শফিকুল ইসলাম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

শফিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল রামজীবপুর গ্রামের একটি পারিবারিক মামলায় গত ৮ নভেম্বর মাসহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ ঘটায় ১৪ দিন কারাগারে থেকে ২২ নভেম্বর জামিনে মাসহ শফিকুল মুক্তি পান।

এদিকে শফিকুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় গত ১৫ নভেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া ব্রিজে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে নান্দাইল থানার উপপরিদর্শক এসআই শফিউল্লাহ মির্জা বাদী হয়ে বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলামকে ১০ নম্বর আসামি করা হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে থেকেও মামলার আসামি হয়েছি, এটা ভেবে পাচ্ছি না। এভাবে যাচাই-বাছাই না করে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক নয়। এই মামলা থেকে আমি অব্যাহতি চাই।’

মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ মির্জা বলেন, নাশকতার ওই ঘটনায় কয়েকজনকে ধরা হয়েছিল। তাঁরা যাদের নাম বলেছেন, তাঁদের আসামি করা হয়েছে। এভাবেই শফিকুলের নামও এজাহারভুক্ত হয়েছে। তবে তদন্তে জড়িত থাকার প্রমাণ না পেলে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে