ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় নুরে আলম মিঠু (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নুরে আলমের দুই বন্ধু। গতকাল শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ গ্রামের খোরশেদ আলমের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক আতাউর রহমান।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঘটনার সময় রাত ১০টার দিকে তিন বন্ধু মিলে স্থানীয় সিডস্টোর বাজার থেকে মোটরসাইকেলে করে জামিরদিয়া মাস্টারবাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ওই স্থানে পৌঁছালে চালক নুরে আলম মিঠু মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর দুই বন্ধু আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।