হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অটোরিকশার চাপায় শিশু নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জান্নাত আরা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জান্নাত আরা ভালুকা উপজেলার মেনজেনা গ্রামের মো. জুলহাস উদ্দিনের মেয়ে। সে স্থানীয় নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আরা তার চাচা এমরান মিয়ার সঙ্গে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তায় নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। 

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, নিহত জান্নাত আরার লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার