হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অটোরিকশার চাপায় শিশু নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জান্নাত আরা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জান্নাত আরা ভালুকা উপজেলার মেনজেনা গ্রামের মো. জুলহাস উদ্দিনের মেয়ে। সে স্থানীয় নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আরা তার চাচা এমরান মিয়ার সঙ্গে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তায় নামক স্থানে রাস্তা পার হচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। 

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, নিহত জান্নাত আরার লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০