হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় নাতির আঘাতে দাদির নিহত, আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির হাতে দাদি জুলেখা খাতুন (৭০) নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের নাতি আশিক (২৬), তাঁর স্ত্রী চাঁদনী আক্তার (২০) ও পুত্রবধু সেলিনা আক্তারকে (৪৫) আটক করেছে। 

নিহত জুলেখা ওই গ্রামের মৃত শামছুল হক খানের (সাঈদ মাস্টার) স্ত্রী। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুত্রবধূ সেলিনা আক্তারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে জুলেখা খাতুনের পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যায় জুলেখা খাতুনের সঙ্গে পুত্রবধূ সেলিনা আক্তারের ঝগড়া হয়। একপর্যায়ে সেলিনা আক্তারের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী আক্তারও ওই ঝগড়ায় যোগ দেন। ওই সময় নাতি আশিক তাঁর দাদির মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে স্থানীয়রা জুলেখাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে জুলেখার পুত্রবধু সেলিনা আক্তার, নাতি আশিক ও নাতবউ চাঁদনীকে ময়মনসিংহ থেকে আটক করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন