হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইজারার বালু নেতার পেটে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরমাদাখালী মৌজায় ব্রহ্মপুত্র নদ থেকে তোলা বালু বিক্রির জন্য গাড়িতে তোলা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসনের ইজারা দেওয়া বালু বিক্রি করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। সম্প্রতি ত্রিশাল থানায় এই অভিযোগ করেছেন ইজারাদার মো. গোলাম রব্বানী।

অভিযুক্ত বিএনপি নেতার নাম শরিফুল ইসলাম বিপুল। তিনি বালিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

খোঁজ নিয়ে জানা গেছে, বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী মৌজায় ব্রহ্মপুত্র নদ থেকে বিআইডব্লিউটিএর উত্তোলন করা বালু জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে ইজারা নিয়েছেন তন্ময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী। কয়েক দিন ধরে সেখান থেকে বালু বিক্রি করছেন শরিফুল। এ নিয়ে গত শুক্রবার রাতে ত্রিশাল থানায় অভিযোগ দেন গোলাম রব্বানী। এর আগে গত ১৬ জুন বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করে জেলা প্রশাসকের কার্যালয়। ৩০ সেপ্টেম্বর দরপত্র দাখিল করে ৫৪ লাখ টাকায় ওই বালুর ইজারা পান গোলাম রব্বানী। গত ৩ অক্টোবর জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় তা অনুমোদিত হয়। এরপর বালু বিক্রির কার্যক্রম শুরু করে তন্ময় এন্টারপ্রাইজ।

গোলাম রব্বানীর অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে ওই বালু বিক্রি করে দিচ্ছেন বিএনপির নেতা শরিফুল ইসলাম। স্থানীয় কিছু ব্যক্তি বালুমহাল দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, তন্ময় এন্টারপ্রাইজের কাছে ইজারা দেওয়া ওই মৌজার বালুর স্তূপ (ঢিবি) থেকে ভেকু দিয়ে ট্রাকে ভরে বিক্রি করছেন বিএনপির নেতা শরিফুল ইসলাম বিপুলের লোকজন। তার পাশেই জেলা প্রশাসকের কোনো ধরনের অনুমতি ছাড়াই খালেক নামের আরেক ব্যক্তি ব্রহ্মপুত্র নদ থেকে নৌকা দিয়ে মোটা বালু তুলে বিক্রি করছেন। কার বালু, কে বিক্রি করছে জানতে চাইলে শ্রমিকেরা বলেন, ‘আমরা কিছু জানি না। বিএনপির নেতা বিপুল ভাইয়ের সঙ্গে কথা বলুন।’ এ সময় ছবি তুলতে তুলতেই ঘটনাস্থলে হাজির হন বিপুল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (গোলাম রব্বানী) যে পরিমাণের বালুর ইজারা আনছেন, তা তো আগেই শেষ হয়ে গেছে। আর আমি যেখান থেকে বালু বিক্রি করছি, সেটা বিআইডব্লিউটিএর বালু নয়।’

‘জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বালু বিক্রি করার বৈধতা রয়েছে কি না?’ এমন প্রশ্নের উত্তরে বিএনপির এ নেতা বলেন, ‘এটা তো অবৈধই। ভাই, আমরা তো ১৬ বছর বঞ্চিত ছিলাম। এখন সময়-সুযোগ এসেছে, আমাদের ব্যবসা করতে দেন।’

বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। তবে আমি এ বিষয়ে খোঁজ নেব।’

তন্ময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম রব্বানী বলেন, ‘আমি বৈধ ইজারাদার হলেও ক্ষমতার দাপট দেখিয়ে আমার বালু বিক্রি করে দিচ্ছেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপুল। এ ছাড়াও স্থানীয় রফিকুল ইসলাম কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে বালুমহাল দখলের চেষ্টা করেন। এসব ঘটনায় আমি বাদী হয়ে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র