হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘অপহরণের’ দুই মাস পর কিশোরী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

অপহরণের দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলার আশুলিয়ার কান্দাইল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা পিবিআইয়ের উপপরিদর্শক পংকজ কুমার আচার্য মামলার নথির বরাত দিয়ে বলেন, ওই কিশোরীর বাড়ি জামালপুর জেলায়। তবে তারা ময়মনসিংহে থাকেন। প্রায় ৪ মাস আগে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সুমন মিয়ার (২৭) সঙ্গে। এরপর থেকে ওই কিশোরী কলেজে যাওয়া আসার পথে সুমন মিয়া তাকে বিরক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই কিশোরীর পরিবার জানতে পেরে সুমন মিয়াকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন।

এরই জেরে গত ২ এপ্রিল ওই কিশোরী কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যায় সুমন। পরে এই ঘটনায় কিশোরীকে উদ্ধারে আদালতে মামলা করে পরিবার। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আজ মঙ্গলবার আদালতে তোলা হলে ওই কিশোরী স্বীকার করে যে, সুমন মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে সুমনের সঙ্গে পালিয়ে যায় সে। পরে আদালত ওই কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে