হোম > সারা দেশ > ময়মনসিংহ

তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ব‍্যাটারিচালিত অটোরিকশাকে বাস ধাক্কা দেওয়ায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড়বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)। নিহতদের মধ্যে হারুন অটোরিকশার চালক। আহত ব্যক্তি হলেন বাসেরচালক। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী। তিনি জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস কাকনী বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব‍্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর বাসটি স্থানীয় একটি দোকানে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। 

ওসি ওয়াজেদ আলী আরও জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘শুনেছি বাসচালক আহত হয়েছেন। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা