হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাত আরোহী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা। 

এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের আলালপুর সংলগ্ন চর বড়বিলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ অটোরিকশার সাত আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনার পরপরই পলাতক বাসচালককে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। রাতেই শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নিহত যাত্রী গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা