হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাত আরোহী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা। 

এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের আলালপুর সংলগ্ন চর বড়বিলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ অটোরিকশার সাত আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনার পরপরই পলাতক বাসচালককে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। রাতেই শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নিহত যাত্রী গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২