গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তাঁরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নূর হোসেন (৮০), ফুলপুর উপজেলার শাহিদা (৪৫) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার জাহেরা খাতুন (১০০)।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৭ জনের মৃত্যু হয়। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে একজন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৪টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২১ জন।