ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর উপজেলার আচারগাঁও ইউনিয়নের সোনামখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর নামক স্থানে দ্রুতগামী একটি গাড়ি গফুরকে চাপা দেয়। এতে আব্দুল গফুর গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। পরে বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর শুনেছি। তবে থানায় কোনো অভিযোগ আসেনি।’