হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ৭টি বসত ঘর আগুনে পুড়ে গেছে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে সাতটি বসত ঘর আগুনে পুড়ে গেছে। এ সময় নগদ চার লাখ টাকাসহ স্বর্ণালংকার পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার যোগীমারা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা।

ভুক্তভোগীরা হলেন-যোগীমারা গ্রামের রাহুল সরকার, জুয়েল সরকার, কালীপদ সরকার, তাপস সরকার, অপু সরকার, সুদিন সরকার ও মোড়ল সরকার।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে খাওয়ার পর বাড়ির সবাই ঘুমাতে যায়। রাত সোয়া ১টার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় টের পেয়ে লোকজন আগুন নেভানো চেষ্টা চালায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ৭টি বসতঘর, ধান ও বাড়িতে থাকা মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী তাপস সরকার বলেন, ‘আমার ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও সংরক্ষিত ১ হাজার মন ধান পুড়ে নষ্ট হয়ে যায়। এমনকি পরিবার পরিজনের পরিধান করার মতো কাপড়চোপড় নাই। আমি পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।’

ইউএনও মো. সেলিম মিঞা আজকের পত্রিকা বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দ্রুত ২ বান্ডিল করে টিন দেওয়া হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে