হোম > সারা দেশ > ময়মনসিংহ

হাসপাতাল থেকে স্বর্ণের চেইন চুরি, ২ নারী গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া স্বর্ণের চেইন জব্দসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নান্দাইল পুলিশ। আজ সোমবার রাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলের—পংকরহাটি গ্রামের পারুল আক্তার (৪০) ও অজুফা বেগম (৪৫)। 

এ আগে গতকাল রোববার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য আসেন সাহিদা আক্তার (৪২)। তিনি পাশের আচারগাঁও গ্রামের বাসিন্দা। ডাক্তার দেখানো শেষে ওষুধ নিতে লাইনে দাঁড়ালে অজ্ঞাতনামা ৫-৬ জন ঠেলাঠেলি করে সাহিদা বেগমের গলায় থাকা ৫ আনা স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। 

এদিনই সাহিদা বেগম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়মনসিংহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) নির্দেশে নান্দাইল হাসপাতালসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই নারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে স্বর্ণের চেইন জব্দ করা হয়। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার ও চেইন জব্দ করা হয়েছে। জব্দ করা চেইন বাদীর জিম্মায় রাখা হয়েছে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা