হোম > সারা দেশ > ময়মনসিংহ

চোখের জলে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল

ময়মনসিংহ প্রতিনিধি

আজ বুধবার সন্ধ্যায় চোখের জলে মাকে শেষ বিদায় দেন সাংবাদিক ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদ। ছবি: আজকের পত্রিকা

চোখের জলে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক ফারজানা রুপা। আজ বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদ রাত ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। বুধবার বাদ আসর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপপরিদর্শক মো. আলাউদ্দিন।

তিনি আরও বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তাঁর স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

সাংবাদিক ফারজানা রুপার ভাগনে নবনীল সরকার বলেন, তাঁরা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

গতকাল সন্ধ্যা ৭টার হোসনে আরা বেগম মারা যান। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে