হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল সোমবার বিকেলে উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা এলাকা এবং বিলডোরা ইউনিয়নের জামবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান।

জানা গেছে, এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ এ জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছিল। গতকাল বিকেলে অভিযানে গিয়ে ওই সব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে মৎস্য শিকারিদের কাউকে পাওয়া যায়নি। পরে জালগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান জানান, জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা