ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল সোমবার বিকেলে উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা এলাকা এবং বিলডোরা ইউনিয়নের জামবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান।
জানা গেছে, এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ এ জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছিল। গতকাল বিকেলে অভিযানে গিয়ে ওই সব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে মৎস্য শিকারিদের কাউকে পাওয়া যায়নি। পরে জালগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান জানান, জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।