হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল সোমবার বিকেলে উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা এলাকা এবং বিলডোরা ইউনিয়নের জামবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান।

জানা গেছে, এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ এ জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছিল। গতকাল বিকেলে অভিযানে গিয়ে ওই সব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে মৎস্য শিকারিদের কাউকে পাওয়া যায়নি। পরে জালগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান জানান, জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে