হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে কারেন্ট জাল জব্দ

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল সোমবার বিকেলে উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা এলাকা এবং বিলডোরা ইউনিয়নের জামবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান।

জানা গেছে, এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ এ জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছিল। গতকাল বিকেলে অভিযানে গিয়ে ওই সব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে মৎস্য শিকারিদের কাউকে পাওয়া যায়নি। পরে জালগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান জানান, জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকৃত মালিক পাওয়া যায়নি, তবে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র