হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাজেরা খাতুনের প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন। পরে ওই স্বামীও মারা যান। তাঁর প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। হাজেরা বড় ছেলের ঘরে থাকতেন। কিছুদিন আগে ছোট ছেলের বউ বাবার বাড়ি চলে গেলে তাঁকে রান্না করে খাওয়াতেন হাজেরা। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আজ শনিবার সকালে ঝগড়া হয়। এ সময় তাঁদের থামাতে গিয়ে হাজেরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য সখিনা খাতুন বলেন, ‘দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনেছি। পরে তার মা ঝগড়া থামিয়ে দুই ছেলেকে দুই দিকে পাঠিয়ে দেয়। এ সময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যান এবং মারা যান। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে