হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে নদীতে নিখোঁজের এক দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাঁতরে আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর হোসেন আলী (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে ওই নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন হোসেন আলী। তিনি চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার সকালে বিলের জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে বের হন হোসেন আলী। মাঝে নদী সাঁতারে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা